১৯৬২ সালের ওয়াক্ফ অধ্যাদেশ মোতাবেক বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের গুরম্নত্বপূর্ণ কার্যাবলীঃ
ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের ভিশন:
ওয়াক্ফ প্রশাসনের মাধ্যমে সকল ওয়াক্ফ সম্পত্তি সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনায় অবদান রাখা।
ওয়াক্ফ প্রশসানের নিয়মিত কার্যক্রম
- ওয়াক্ফ সম্পত্তি তালিকাভুক্তকরণ (বর্তমান তালিকাভুক্ত ওয়াক্ফ এস্টেটের সংখ্যা ২০৫৩৬টি)।
- ওয়াক্ফ সম্পত্তির প্রকৃতি ও পরিমাণ নির্ধারণ, হিসাব, রিটার্ন ও তথ্য সংগ্রহ;
- ওয়াক্ফের উদ্দেশ্য ও কল্যাণকর কার্যাদিতে সম্পত্তি ও এর আয়ের ব্যবহার নিশ্চিতকরণ;
- ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে নির্দেশনা প্রদান;
- ওয়াক্ফ দলিলে মুতাওয়ালস্নীর পারিশ্রমিকের উলেস্নখ না থাকলে পারিশ্রমিক নির্ধারণ;
- ওয়াক্ফ সম্পত্তি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণে প্রাপ্ত অর্থ বিনিয়োগের জন্য নির্দেশ প্রদান;
- মোতাওয়ালস্নীর বেআইনী কার্যকলাপের জন্য তাঁর বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ;
- ওয়াক্ফ সম্পত্তি হতে অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদ করা;
- কোন সম্পত্তি ওয়াক্ফ কিনা এ সম্পর্কে সিদ্ধামত্ম প্রদান;
- বিচারাধীন মামলা মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা, পরিচালনা ও তদারকি করা, এবং ওয়াক্ফের যথাযথ নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ।
সংস্থা কর্তৃক সেবামূলক কার্যক্রম
- ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও দাতব্য কার্যক্রমের জন্য প্রয়োজনানুযায়ী অনুদান প্রদান করা হয়ে থাকে।
- সংস্থার নিয়ন্ত্রণাধীন মিরপুরস্থ হযরত শাহ্ আলী বাগদাদী (র:) জেনারেল হাসপাতাল বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।
- হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ দেশের ইউনানী চিকিৎসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
- তাছাড়া হাজীগঞ্জ বড় মসজিদ ওয়াক্ফ এস্টেট, চাঁদপুর, হাজী গোলাম রসুল সওদাগর ওয়াক্ফ এস্টেট, চট্টগ্রাম; পাগলা মসজিদ ওয়াক্ফ এস্টেট, কিশোরগঞ্জসহ দেশের বড় বড় ওয়াক্ফ এস্টেটগুলো ধর্মীয় শিক্ষাসহ লিলস্নাহ খাতে অর্থ ব্যয় করছে।
ওয়াক্ফ প্রশাসনের উন্নয়ন কর্মকান্ডসমূহ )ঃ
ক) প্রকল্পের নামঃ ‘‘বহুতল বিশিষ্ট ওয়াক্ফ ভবন নির্মাণ (সংশোধিত)’’ শীর্ষক প্রকল্প।
খ) (১) উদ্যোগী মন্ত্রণালয়ঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
(২) বাসত্মবায়ন কারী সংস্থাঃ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়।
গ) বাসত্মবায়নকালঃ- জুলাই’ ২০০১ থেকে মে’ ২০০৭।
ঘ) প্রাক্কলিত ব্যয়ঃ- স্থানীয় মুদ্রায় -১১৮৪.০০ লক্ষ টাকা।
ঙ) অর্থায়নঃ-ওয়াক্ফ প্রশাসনের নিজস্ব অর্থায়নে।
প্রকল্পের প্রথম পর্যায়ে ২০ তলা ভিত বিশিষ্ট ২টি বেজমেন্ট ফ্লোর সহ ৫ তলা ভবন বর্ণিত প্রাক্কলিত ব্যয়ে মে’২০০৭ এ নির্মাণ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ২য় পর্যায়ে আরও ৩টি ফ্লোর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত কাজে ১৬২৯.৪০ লক্ষ টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর প্রকল্প বাসত্মবায়ন করবে।